![ঈশ্বরদীতে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/24/kupea-hatta@abnews_68661.jpg)
পাবনা, ২৪ মার্চ, এবিনিউজ : ঈশ্বরদীর নতুন রূপপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও থানা কমিটির সদস্য শাহজাহান আলী (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম এবং আবুল হোসেন।
হামলার ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নতুন রূপপুর বটতলা এলাকায় এই ঘটনার জের ধরে গভীর রাতে হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ফেব্রুয়ারির ২৫ তারিখে প্রতিপক্ষ বিএনপির ছাত্রদলের আমেরিকা প্রবাসী সুমনের ক্যাডার বাহিনীর হামলায় নিহত শাহাজাহানের ভাই জালাল আহত হন। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে শাহজাহান বাদী হয়ে মামলা দায়ের করে। নিহতের পরিবার আরো জানায়, এই মামলার অন্যতম আসামী নয়ন বৃহস্পতিবার হাজত হতে জামিন নিয়ে এসেই মামলার বাদী শাহজাহানের উপর আক্রমণ করে। আক্রমণের সময় শাহাজাহান একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় নয়নের সঙ্গি নান্নু তাকে একটু দূরে ডেকে নিয়ে গেলে কয়েকজন উপর্যপুরি হামলা চালায়।
শাহজাহানের চিত্কারে আবুল হোসেন ও আশরাফুল এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় শাহাজাহানকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহত আবুল হোসেনর অবস্থাও আশঙ্কাজনক। তিনি পাবনা সদর হাসপাতালে চিকিত্সাধীন বলে জানা গেছে।
এই খবর ছড়িয়ে পড়লে রাত আড়াইটার দিকে এলাকাবাসী ও যুবলীগ কর্মীরা হামলাকারীদের নেতা আমেরিকা প্রবাসী সুমনের অফিস, তার চাচাতো ভাই সুজাউদ্দৌলা সুজার বাড়িতে অগ্নিসংযোগ করে। এবং অপর চাচাতো ভাই শামীমূল হক বিপ্লবের বাড়িঘর ভাঙচুর ও লুটপাঠ করে। এ সময় কয়েকটি মোটর সাইকেল ও সুমনের অফিসের মেশিনপত্র ভাঙচুর হয়। দমকল বাহিনী রাতেই আগুন নিয়ন্ত্রণ করে।
এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ও হামলাকারীদের নিয়ন্ত্রণ করে। তবে কেউ গ্রেফতার হয়নি। ওসি জানান, এখনও কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরফান শরীফ তমাল ও পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছে।
এবিএন/মমিন/জসিম