
সিলেট, ২৪ মার্চ, এবিনিউজ : সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলাকালে টেলিভিশনে সরাসরি সম্প্রচার না করতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক চলমান অভিযানে মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, দেশব্যাপী জঙ্গিদের নেটওয়ার্ক যাতে সংগঠিত না হতে পারে সেজন্যে গণমাধ্যম কর্মীদের সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করছি।
দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, ওই বাড়িতে নব্য জেএমবির শীর্ষ নেতা মুসা ও নারী জঙ্গি মর্জিনা রয়েছে।
ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা।
এবিএন/মমিন/জসিম