![‘জঙ্গি আস্তানা’ ঘিরে ফেলেছে সোয়াট টিম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/24/swat-team-at-sylhet_68731.jpg)
সিলেট, ২৪ মার্চ, এবিনিউজ : সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানাটি ঘিরে ফেলেছে সোয়াট টিম। জঙ্গি আস্তানা সন্দেহে একটি পাচঁতলা বাড়িতে অভিযান চালাতে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াট বাহিনী।
আজ শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে সোয়াটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর বিকাল সোয়া ৪টার দিকে অভিযানের উদ্দেশ্যে জঙ্গি আস্তানার চারপাশে অবস্থান নেয়।
সোয়াটের টিম আসায় এখন অভিযান শুরু করার একটি পরিকল্পনা করছে পুলিশ। ইতোমধ্যে, পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা উৎসুক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
সিলেট মহনগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার দেওয়া তথ্য মতে, দুটি মাইক্রোবাসে সোয়াটের ২০ জনের এই টিমে রয়েছে একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি), দুইজন ইন্সপেক্টর, এসআই ও কনস্টেবল।
এর আগে, পুলিশের পক্ষ থেকে দফায় দফায় আত্মসমর্পণের আহ্বানের মুখে বেলা সোয়া ১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার ওই জঙ্গি আস্তানা থেকে সন্দেহভাজন এক পুরুষ জঙ্গি উচ্চ কণ্ঠে দুবার বলে, “ফোর্স পাঠান।”
আত্মসমর্পণের আহ্বানের পরিপ্রেক্ষিতে জঙ্গিদের এই সাড়ার পর করণীয় ঠিক করতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন। জঙ্গিদের উদ্দেশ্য করে হ্যান্ড মাইকে পুলিশ বলে, আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণের এই আহ্বানের পর পুলিশ তাদের কৌশলের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়ে।
এবিএন/জনি/জসিম/জেডি