![সিলেটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে প্যারা কমান্ডো বাহিনী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/24/paracommando-team_68776.jpg)
সিলেট, ২৪ মার্চ, এবিনিউজ : সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানাটি ঘিরে চলা অভিযানে সোয়াটের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী। এর আগে, আজ শুক্রবার জঙ্গি আস্তানা সন্দেহে ওই পাঁচতলা বাড়ির চারপাশে অবস্থান নেয় সোয়াট টিম।
গত বছর রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের বিরুদ্ধে কমান্ডো অভিযানের পর এই প্রথম কোনো অভিযানে যোগ দিল সেনাবাহিনীর এই চৌকস দল।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘সন্ধ্যা পৌনে আটটার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের একটি দল পুলিশ ও সোয়াটকে সহায়তা করতে এই অভিযানে যোগ দেয়।’
মোট কতজন সেনা সদস্য এই অভিযানে যোগ দিয়েছেন, সেটা না জানালেও এই পুলিশ কর্মকর্তা বলেন, একটি গাড়িতে করে এসেছেন তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর পাওয়া গেছে, ঘটনাস্থান থেকে মাঝে মাঝে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।
এবিএন/জনি/জসিম/জেডি