সিলেট, ২৫ মার্চ, এবিনিউজ : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ‘টোয়ালাইট’ অভিযান চলছে। অভিযান শুরুর পর আইন-শৃঙ্খলা বাহিনীকে গুলি ও বোমা ছুড়ে প্রতিহত করার চেষ্টা করছে জঙ্গিরা। দূর থেকেও মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাচ্ছে। বোমার শব্দগুলোও বেশ তীব্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ভবন থেকে মুহুর্মুহু বোমা ও গুলির শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের পর পাঁচ তলা ওই ভবনে আগুনের কুণ্ডলি দেখা গেছে।
এর আগে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ‘টোয়ালাইট’ শুরু হওয়ার পর শনিবার দুপুর ১২টার দিকে ওই ভবনে আটকে পড়া ২৯টি পরিবারের অর্ধশতাধিক লোককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। এরপর তারা নিচতলায় ‘জঙ্গি’দের অবস্থানে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জঙ্গিরা ভরকে না গিয়ে প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযান শুরুর পর সকাল পৌনে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাড়িটিতে থাকা ৫০ জনেরও বেশি জিম্মিতে বের করতে সক্ষম হন অভিযানে অংশ নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃদ্ধও ছিলেন। ভেতরে আর কোনো জিম্মি নেই এমনটা নিশ্চিত হওয়ার পর নিচতলায় অবস্থিতি জঙ্গিদের আস্তানায় মূল অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জঙ্গিরা তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
অভিযানের সময় সাংবাদিকসহ আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে দেয়া হলেও সেখান থেকেই বোমার শব্দ শোনা যাচ্ছে।
এবিএন/জনি/জসিম/জেডি