শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ‘জঙ্গি আস্তানায়’ অভিযান: ব্রিফিংয়ের সময়ও বিস্ফোরণ!

‘জঙ্গি আস্তানায়’ অভিযান: ব্রিফিংয়ের সময়ও বিস্ফোরণ!

‘জঙ্গি আস্তানায়’ অভিযান: ব্রিফিংয়ের সময়ও বিস্ফোরণ!

সিলেট, ২৫ মার্চ, এবিনিউজ : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান এখনো চলমান রয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর আয়োজিত ব্রিফিংয়ের সময়ও ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ‘৫ তলা বিশিষ্ট আতিয়া ভবনে ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ রয়েছে। এসব কক্ষ, সিঁড়িঘর ও আনাচে কানাচে বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে। জঙ্গিরা বিস্ফোরক দিয়ে কমান্ডোদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এজন্য অপারেশনটি অনেক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে। তাই অনেক সময় লাগছে।’

জেনারেল ফখরুল আহসান বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য ছিল ওই ভবনে আটকে পড়া নিরীহ পরিবারগুলোকে উদ্ধার করে আনা। সে লক্ষ্যে আমরা সফল হয়েছি। কিন্তু জঙ্গিরা এখনও ভেতরে আছে। আমরা খুব সতর্কতার সঙ্গে একটি করে কক্ষ ‘ক্লিয়ার’ করে যাচ্ছি।’’

এ অভিযান কখন শেষ হবে সে সম্পর্কে জানতে চাইলে এই সেনা কর্মকর্তা জানান, ‘ অভিযান কখন শেষ হবে সেবিষয়ে এখনই আমরা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছি না ‘

অভিযান রাতেও চলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এ বিষয়ে অভিযানের কমান্ডার সিদ্ধান্ত নেবেন।’

ব্রিফিংয়ের আগে বাড়িটি থেকে ৭৮ জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১টি শিশু রয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত