শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সিলেটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে সেনাবাহিনীর সাঁজোয়া যান

সিলেটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে সেনাবাহিনীর সাঁজোয়া যান

সিলেটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে সেনাবাহিনীর সাঁজোয়া যান

সিলেট, ২৬ মার্চ, এবিনিউজ : সিলেট মহানগরের শিববাড়ি জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ সেনাবাহিনীর চূড়ান্ত অভিযান চলছে। জানা গেছে, পাশের একটি ভবনের দেয়াল ভেঙে সেনাবাহিনীর সাঁজোয়া যান জঙ্গিদের অবস্থান করা ভবনে ঢুকে পড়েছে। রবিবার সকাল ১০টার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে অন্তত তিনটি বিস্ফোরণ খুবই শক্তিশালী। এ ছাড়া সকাল থেকেই থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে।

ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, সকাল ১০টা ১মিনিট, ১০টা ৭মিনিট ও ১১টা ৪৩ মিনিটে শক্তিশালী তিনটি বোমার বিস্ফোরণ হয় আতিয়া মহল ও আশপাশে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর আতিয়া মহলের পলেস্তারা খসে পড়েছে। দেখে মনে হচ্ছে ভবনটি কিছুটা হেলে পড়েছে।

সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা গোটা আতিয়া মহল ঘিরে রেখেছেন। বাইরে তাদের সহায়তায় আছে সোয়াত। এছাড়া রয়েছে পুলিশ, র‌্যাব, এসবি, ডিবি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, জঙ্গিরা পুরো আতিয়া মহলে ছড়িয়ে পড়েছে। তাদের কাছে শক্তিশালী বিস্ফোরক ও গ্রেনেড থাকতে পারে। এদিকে, আতিয়া মহলে জঙ্গিদের ধরতে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টা থেকে আতিয়া মহল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।তাদের সঙ্গে প্রথমে সোয়াত, পরে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা যোগ দেন। শুক্রবার দিনভর নানা ঘটনায় পেরিয়ে যায়।

গতকাল শনিবার অভিযান শুরু করেন প্যারা-কমান্ডোরা। অভিযানে আতিয়া মহলে আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়। তবে আতিয়া মহলের নিচতলার ফ্ল্যাটে থাকা জঙ্গিদের ধরা সম্ভব হয়নি।

পরে সন্ধ্যায় জঙ্গি আস্তানার অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখনও পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত