![ভবনটি ঝুঁকিপূর্ণ: সাবধানে অভিযান চালাচ্ছে প্যারা কমান্ডো](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/26/para-commando-team_69112.jpg)
সিলেট, ২৬ মার্চ, এবিনিউজ : প্রচুর পরিমাণ বিস্ফোরক ও জঙ্গিদের মজুদ রাখা বোমায় সিলেটের আতিয়া মহল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানের বিষয়ে রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ কথা জানান বিগ্রেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
সেনাবাহিনীর পক্ষ থেকে আজ রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রিফিং করেন তিনি। ফখরুল আহসান বলেন, ‘ভেতরে প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে বলে ধারণা করছি। এ ছাড়া রয়েছে সুইসাইডাল ভেস্ট। এ কারণে আতিয়া মহল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’
‘তবে প্যারা কমান্ডো সদস্যরা সাবধানে অভিযান চালাচ্ছে। আতিয়া মহল ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিযান শেষ হতে সময় লাগছে।’
তিনি বলেন, দুই জঙ্গিকে দেখার পর প্যারা কমান্ডো সদস্যরা গুলি করে। গুলি খেয়ে দুইজন পড়ে যায়। এর মধ্যে একজন আবার উঠে দাঁড়িয়ে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।’
‘আমরা নিশ্চিত দুই জঙ্গি নিহত হয়েছে। তবে ভেতরে একাধিক জঙ্গি এখনো আছে।’
তারা কোন গোষ্ঠীর জানা গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমাদের বিষয় না, পরবর্তী সময়ে তদন্ত যারা করবেন, তারা বিষয়টি দেখবেন।’
সেখানে নারী কোনো জঙ্গি আছে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ আমরাও ধারণা করছি নারী জঙ্গি রয়েছে। তবে অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন টোয়ালাইট’ শুরু করে সেনাবাহিনী। ওইদিন দুপুর ২টায় শুরু হয় মূল অভিযান। এর আগে শনিবার সকালে ‘আতিয়া মহলে’ সন্দেহভাজন জঙ্গি আস্তানা শনিবার সকালেই ঘিরে ফেলেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। শুক্রবার পুলিশ-র্যাব, সোয়াট আস্তানা ঘিরে রেখেছিল। রোববার অভিযানের তিনদিন চলছে।
এবিএন/জনি/জসিম/জেডি