![আতিয়া মহলে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/27/atia-mohal_69255.jpg)
সিলেট, ২৭ মার্চ, এবিনিউজ : সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত চলমান ‘টোয়াইলাইট’ অভিযানের চতুর্থ দিন আজ সোমবার বিকাল সোয়া ৩টায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরই কালো ধোঁয়া বের হতে শুরু করেছে ওই ভবন থেকে। ফায়ার সার্ভিসকেও পানি দিতে দেখা যাচ্ছে ওই ভবনে।
ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ সোমবার বিকাল সাড়ে ৩টার পর বড় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর টানা কয়েক মিনিট ধরে আরও শব্দ শুনতে পাওয়া যায়। তবে এগুলো কীসের শব্দ, তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩ টার পর দূর থেকে ধোঁয়া দেখতে পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ১০ থেকে ১২ মিনিট পরই আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ওই ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজ করে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জেদান আল মুসা বলেন, ‘আতিয়া মহল থেকে কিছুটা দূরে অবস্থান করছি। সেখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর গত শুক্রবার সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোঁড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।
২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশে দুই দফা কাউন্টার অ্যাটাকে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন। গতকাল রবিবার সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিযানে তাদের হাতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছেন।
এবিএন/জনি/জসিম/জেডি