বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সোনাগাজীতে ছাত্রলীগ নেতা রিপন হত্যার ঘটনায় থানায় অভিযোগ

সোনাগাজীতে ছাত্রলীগ নেতা রিপন হত্যার ঘটনায় থানায় অভিযোগ

সোনাগাজীতে ছাত্রলীগ নেতা রিপন হত্যার ঘটনায় থানায় অভিযোগ

ফেনী, ২৭ মার্চ, এবিনিউজ : সোনাগাজীর বগাদানা ইউপির ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর আলম রিপন কে গুলি করে হত্যার ঘটনায় তার মা সাজেদা বেগম ১১ জনের নাম উল্লেখ করে মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।আজ সোমবার বিকাল চারটার সময় তিনি মডেল থানার ওসি (তদন্ত) মামুন রহমানের কাছে অভিযোগটি জমা দেন।

ছেলে হত্যাকান্ডের পর সাজেদা বেগম সাংবাদিকদের হত্যার জন্য সরকার দলের নেতাকর্মীদের দায়ী করলেও লিখিত অভিযোগে প্রধান অভিযুক্তসহ চার বিএনপি সমর্থকের নাম উল্লেখ করেছেন।

লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন পাইকপাড়া গ্রামের একরামের ছেলে সজিব (বিএনপি),একই গ্রামের নুর করিমের ছেলে রাসেল (যুবলীগ), একরামের ছেলে সাইফুল (বিএনপি),নুর আহাম্মদের ছেলে ফরিদ (যুবলীগ),বাংলাবাজার গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে ব্লেড জসিম(যুবলীগ), মজলিশপুর ইউপির ওবায়দুল হকের ছেলে জাহাঙ্গীর(যুবলীগ),আলমপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে বাবুল(ছাত্রলীগ),একই গ্রামের মজিবুল হকের ছেলে মোজাম্মেল হক(আ'লীগ),পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মোহাম্মদ মুরাদ(বিএনপি),একই গ্রামের বেলায়েত আহাম্মদের ছেলে আনোয়ার(বিএনপি), একই গ্রামের নুর করিমের রিপন(যুবলীগ) সহ অজ্ঞাত ৫/৬ জন।

পুলিশ ঘটনার পর পরই স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা টাংকি সেলিম, রুস্তম আলী,বেলায়েত হোসেন চুট্টু নামে তিনজনকে গ্রেফতার করলেও অভিযোগে তাদের স্বাক্ষী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ রাতে নিহত ছাত্রলীগ নেতা রিপন ও তার সহযোগীরা বগাদানা ইউপির কাজিরহাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে তাকিয়া বাজার সংলগ্ন কাসারী বাড়ীর সামনে স্বদলীয় প্রতিপক্ষরা গুলি করে হত্যা করে। এর কিছুক্ষণ পর রিপন সমর্থকেরা তাকিয়া বাজারে স্বেচ্ছাসেবকলীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়।

রবিবার বিকালে নিহতে রিপনের মৃতদেহের ময়না তদন্ত শেষে রাতে পারিবারীক কবরস্থনে দাফন করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মামুন (তদন্ত) লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত