বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • থেমেছে বিস্ফোরণ: শেষ পর্যায়ে ‘অপারেশন টোয়াইলাইট’

থেমেছে বিস্ফোরণ: শেষ পর্যায়ে ‘অপারেশন টোয়াইলাইট’

থেমেছে বিস্ফোরণ: শেষ পর্যায়ে ‘অপারেশন টোয়াইলাইট’

সিলেট, ২৭ মার্চ, এবিনিউজ : সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত চলমান ‘অপারেশন টোয়াইলাইট’ শেষের পথে রয়েছে। অভিযানের চতুর্থ দিনে আজ সোমবার সন্ধ্যা নাগাদ আর শোনা যাচ্ছে না গুলি কিংবা বিস্ফোরণের শব্দ। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা আতিয়া মহলের জঙ্গি ঘাঁটির নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নিতে সক্ষম হয়েছেন। পুরো এলাকাটি অনেকটা নিঃশব্দ হয়ে উঠেছে।

তবে, আতিয়া মহলে হতাহতের ব্যাপারে এখনও পরিষ্কার কিছু জানা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে ভেতরে মরদেহ থাকতে পারে। তবে এ বিষয়ে কিংবা অভিযানের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছে সেনা সূত্র। ধারণা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্তের ঘোষণা দেবে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর গত শুক্রবার সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোঁড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।

২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশে দুই দফা কাউন্টার অ্যাটাকে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন। গতকাল রবিবার সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিযানে তাদের হাতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত