সিলেট, ২৬ মার্চ, এবিনিউজ : সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ির আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’-এ ৪ জঙ্গি নিহত হয়েছে বলে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
নিহতদের মধ্যে ৩জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। তবে নিহতদের সম্পর্কে এছাড়া আর কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা যে ডেডবডিগুলো পেয়েছি, এর মধ্যে তিন জন পুরুষ একজন মহিলা। এর মধ্যে দুটো বের করে আনা হয়েছে। বাকি দুটি ডেডবডিটে সুইসাইডাল ভেস্ট লাগানো। তাই এখন বের করে আনা ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, ‘জঙ্গি আস্তানায় আর কোনও জীবিত জঙ্গি নেই।’
তিনি জানান, আজ অভিযানের তৃতীয় দিন আতিয়া মহলে যেসব বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার একটি ঘটেছে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরকের কারণে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া সেনাবাহিনীর অভিযান টোয়াইলাইট শুরু হওয়ার তৃতীয় দিনের সন্ধ্যা সাড়ে ৭টার পর এক সংবাদ সম্মেলনে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এসব তথ্য জানান।
এসময় তিনি জানান, অপারেশন টোয়াইলাইট শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। এখনও অনেক বিস্ফোরক দ্রব্য থাকায় ভবনটি বিপজ্জনক অবস্থায় আছে। এ কারণে কমান্ডো বাহিনীর সদস্যরা সময় নিয়ে অভিযান পরিচালনা করছে। অভিযান শেষ হলে পুলিশের হাতে ঘটনাস্থানটি বুঝিয়ে দেওয়া হবে।
যে দুই জনকে বের করে আনা হয়েছে তাদের পরিচয় জানা গেছে কি না, জানতে চাইলে এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা পুলিশকে তাদের লাশ দিয়েছি। তারা এই বিষয়ে বলবে।’
ফখরুল আহসান বলেন, ‘এখানে যে চারজন এখানে ছিল তারা ওয়েল ট্রেইন্ড। তাদেরকে হত্যা করা আমাদের জন্য, সেনাবাহিনীর জন্য বিশাল সফলতা।’
ফখরুল আহসান বলেন, ‘ভবনের ভেতরে বিভিন্ন আইডি ও এক্সপ্লোসিভ লাগানো আছে। এগুলো ফাটলে বিল্ডিং এর অংশ বিশেষ বা পুরোটা ধ্বংস হয়ে যেতে পারে।’
ব্রিগেডিয়ার ফখরুল আহসান আরও জানান, ‘অভিযানে সেনা কমান্ডোদের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি পুরোটা সময়ই প্যারা-কমান্ডোদের অনুকূলে ছিলো। এখনও অভিযান পুরোপুরি শেষ হয়নি। বর্তমানে সেখানে তল্লাশি চলছে। তল্লাশি শেষ হলে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসবে’।
এবিএন/জনি/জসিম/জেডি