বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • আতিয়া মহল থেকে উদ্ধার দুই লাশের ডিএনএ’র নমুনা সংগ্রহ

আতিয়া মহল থেকে উদ্ধার দুই লাশের ডিএনএ’র নমুনা সংগ্রহ

আতিয়া মহল থেকে উদ্ধার দুই লাশের ডিএনএ’র নমুনা সংগ্রহ

সিলেট, ২৮ মার্চ, এবিনিউজ : সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহলের নিচতলা থেকে উদ্ধার করা দুটি মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি লাশের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

সিলেট মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুইজনের লাশের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার তাদের ময়না তদন্ত সম্পন্ন হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আতিয়া মহলের নিচতলাটি কাওসার আলী ও মর্জিনা বেগম নামে দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন। এরাই সে ব্যক্তি কি না তা নিশ্চিত হতে তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মরদেহ এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোগলাবাজার থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি নিচ্ছে। দুটো লাশের ময়নাতদন্ত আগামীকাল মঙ্গলবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, আতিয়া মহলে অভিযানে ৪ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্য ছিল, ওই ভবনের নিচতলায় চারজন আছেন। এর মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে, তা যদি ফেটে যায়, তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে বেশ সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সুন্দর ও সফলভাবে আজকের অভিযান শেষ হয়েছে। দিনব্যাপী অভিযান চালানো হয়েছে।

বিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত