![সোনাগাজীতে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/28/3_n@a-bnews24_69438.jpg)
সোনাগাজী, ২৮ মার্চ, এবিনিউজ : সোনাগাজীর সরকারি কলেজ রোডে এক ব্যাংক কর্মকর্তার বাসায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা বাসা থেকে নগদ টাকা, মোবাইল সেট মূল্যবান জিনিসপত্র সহ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানা ব্যাংক কর্মকর্তা ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী সরকারি কলেজ রোডের এনসিসি ব্যাংকের সিনিয়র অফিসার মাঈন উদ্দিনের স্ত্রী তার কন্যাকে স্কুল থেকে আনতে গেলে চোরের দল তাদের ভাড়া বাসা বেলায়েত ম্যানশনের চারতলার দরজার তালা ভেঙ্গে ২টি মোবাইল সেট, নগদ টাকা ১০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র সহ ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে গেছে ।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/স্বপ্না