রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • রাজনীতি
  • ‘একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল তারাই দেশে অরাজকতা সৃষ্টি করছে’

‘একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল তারাই দেশে অরাজকতা সৃষ্টি করছে’

‘একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল তারাই দেশে অরাজকতা সৃষ্টি করছে’

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, এবিনিউজ : একাত্তর সালে যারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল তারা কখনও আনসার উল্লাহ, কখনও হরকাতুল জিহাদ, কখনও হুজি, কখনও জামাত, কখন নতুন জেএমবি সেজে দেশে অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার। আজ বুধবার বিকেল ৩টায় মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা স্টেডিয়ামে মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ এবং মাদক বিরোধী কনসার্ট-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুপতা ইয়াসমিন এমিলি, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, পুলিশের উর্ধ্বতনকর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত