![সিলেটে বোমা আতংকে দোকান ঘিরে রেখেছে পুলিশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/30/sylhet_raid_69760.jpg)
সিলেট, ৩০ মার্চ, এবিনিউজ : সিলেট নগরীর শাহী ঈদগাহের পাশে বালুচর রোডের একটি দোকান ঘিরে রেখেছে পুলিশ। দোকানের শার্টারে স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।
আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকার ব্যবসায়ী ও লোকজনের মধ্যে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ এসে ওই এলাকা ঘেরাও দিয়ে রাখে। এরপর পিবিআইয়ের টিমও ঘটনাস্থলে পৌঁছায়। তবে বস্তুটি কোনো বিস্ফোরক কি না তা পরীক্ষা ও উদ্ধারের জন্য বিস্ফোরক বিশেষজ্ঞদের তলব করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত কমিশনার বিভুতি ভুষণ ব্যানার্জী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুপুর পর্যন্ত বস্তুটি উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এনাম এন্টারপ্রাইজ নামের দোকানের শার্টারে বোমা সদৃশ বস্তুটি ঝুলানো রয়েছে। দোকানটি কর্ডন করে রেখেছে পুলিশ।
এবিএন/জনি/জসিম/জেডি