![কুমিল্লার নির্বাচন সরকারের স্বচ্ছতার প্রমাণ: কৃষিমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/31/motia-chowdhury_70009.jpg)
শেরপুর, ৩১ মার্চ, এবিনিউজ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার যে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থায় বিশ্বাসী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এর প্রমাণ। সরকার চাইলে কুমিল্লা নির্বাচনের ফল নিজেদের দিকে নিতে পারত। শেখ হাসিনা অতীতেও এ কাজ করেননি, ভবিষ্যতে এ ধরনের কিছু করার চিন্তা করছেন না। তিনি জনরায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল।
আজ শুক্রবার শেরপুরের নকলা পৌরসভার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একইদিন উপজেলার উরফা গণপদ্দি এলাকায় অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঠেকাতে জিয়াউর রহমান, এরশাদ, ড. ইউনূস, ফখরুদ্দীন-মইনুদ্দিন কম চেষ্টা করেননি। আল্লাহর রহমতে ও জনগণের দোয়ার বরকতে শেখ হাসিনা এগিয়ে গেছেন। ২০০১ সালে আমেরিকা আমাদের দেশের গ্যাস কিনে ভারতে বিক্রির চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে মুখের ওপর না করে বলেছিলেন, আগে জরিপ করে ৫০ বছরের রিজার্ভ রাখব। পরে চিন্তা করব গ্যাস বিক্রি করব কি-না। তাই আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। বিএনপি গ্যাস বিক্রি করতে রাজি হয়েছিল বলে তারা ২০০১ সালে ক্ষমতায় এসেছিল। কাজেই প্রমাণ হয়েছে, শেখ হাসিনা দেশের স্বার্থ চিন্তা করে আর বিএনপি দেশ বিক্রি করে।
এবিএন/জনি/জসিম/জেডি