![নড়াইলে প্রতিবেশিদের হামলায় গৃহবধূ নিহত, স্বামী আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/01/bhola@abnews24_70095.jpg)
নড়াইল, ০১ এপ্রিল, এবিনিউজ : নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামে গৃহবধূ রুমি বেগমকে (২৩) কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। এ হামলায় রুমির স্বামী বাবুল শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন। প্রতিবেশিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বাবুলকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বসতবাড়ির জমি নিয়ে বাবুল শেখের সাথে প্রতিবেশি দুলু শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বাবুল শেখ আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি দুলু শেখের নের্তৃত্বে তার লোকজন গতকাল শুক্রবার ভোরে বাবুল শেখের বাড়িতে হামলা চালায়। দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে দুলু শেখের লোকজন বাবুল শেখকে এলোপাতাড়ি কুপাতে থাকে। বাবুলের স্ত্রী রুমি বাঁধা দিলে সন্ত্রাসীরা রুমিকে কুপিয়ে হত্যা করে।
নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/স্বপ্না