শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ফের সিলেটের আতিয়া মহলে যাবে সেনাবাহিনী

ফের সিলেটের আতিয়া মহলে যাবে সেনাবাহিনী

ফের সিলেটের আতিয়া মহলে যাবে সেনাবাহিনী

সিলেট, ০২ এপ্রিল, এবিনিউজ : সিলেটের শিববাড়ির আতিয়া মহলে থাকা শক্তিশালী বিস্ফোরক ধ্বংস করতে ফের ওই ভবনে যাবে সেনাবাহিনী। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমের সেখানে যাওয়ার কথা রয়েছে। এর আগে সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করার পরই ভেতরে থাকা দুই জঙ্গির লাশ উদ্ধার করবে সেনাবাহিনী।

আজ রবিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, পুলিশের বোম্ব ডিসপোজাল টিম ঢাকা থেকে জালালাবাদ সেনানিবাসে গিয়েছিল। সেখানে দফায় দফায় বৈঠক শেষে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম আবারও অভিযানে নামবে বলে সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর পুলিশের ওই টিমটি আবারও ঢাকার ফিরে আসে।

এই ব্যাপারে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘অভিযান নয়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সেখানে কাজ করার কথা রয়েছে। তবে আগামী কাল সকাল থেকে কাজ শুরু হবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। হওয়ামাত্র আমরা আপনাদের জানিয়ে দেব।’

প্রসঙ্গত, গত ২৮ মার্চ মঙ্গলবার আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হয়। কিন্তু ভেতরে প্রচুর বিস্ফোরক থাকায় এখনো উদ্ধার করা হয়নি দুই জঙ্গির লাশ। সেনাবাহিনীর অভিযানে ঝাঁঝরা হওয়া আতিয়া মহলের ভেতর থেকে এখন বের হচ্ছে লাশের গন্ধ।

আতিয়া মহলে অভিযানের শুরুতে উদ্ধার করা হয় ওই ভবনে অবরুদ্ধ থাকা ৭৮ জনকে। ওইদিন রাতে আতিয়া মহলের অদূরে এক ঘণ্টার ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং আহত হন অর্ধশত। ২৮ মার্চ সন্ধ্যায় শেষ হয় ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে এখনো ভেতরে পড়ে আছে দুই জঙ্গির লাশ।

বিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত