![চুয়াডাঙ্গায় তিন কেজি সোনাসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/14/arrested-with-gold_72628.jpg)
চুয়াডাঙ্গা, ১৪ এপ্রিল, এবিনিউজ : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর এলাকা থেকে তিন কেজি ১৭৫ গ্রাম সোনা ও একটি মোটরসাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার পারকৃষ্ণপুর এলাকা থেকে মোহাম্মদ বাবু (৩২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বাবু দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ দল শুক্রবার সকাল সোয়া আটটার দিকে পারকৃষ্ণপুর এলাকায় একটি সন্দেহভাজন মোটরসাইকেল আটক করে। আটকের পর এর চালক বাবু মিয়ার কাছ থেকে স্বর্ণের তিনটি বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ১৭৫ গ্রাম। আটক করা সোনার মূল্য এক কোটি ২১ লাখ ২৯ হাজার ২২৩ টাকা বলে জানান মজিদ। আটকের পর সোনার বার ও মোটরসাইকেলসহ বাবু মিয়াকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/জনি/জসিম/জেডি