![ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/15/unnamed@@@_72762.jpg)
সোনাগাজী(ফেনী), ১৫ এপ্রিল, এবিনিউজ : সোনাগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ফটোসপে বিকৃতির মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোষ্ট করার দায়ে শাকিল আহাম্মদ নামের ছাত্রদল নেতাকে আজ শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
আটককৃত শাকিল উপজেলার বগাদানা ইউপির আড়কাইম গ্রামের ইতালি প্রবাসী আবুল কালামের ছেলে।স্থানীয়রা জানিয়েছেন সে ওই ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে শাকিল তার নিজ নামের ফেসবুক আইড়ি যেটি ইংরেজীতে (ভুঞা শাকিল আহাম্মদ) থেকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ধারন করা ছবিকে ফটোসপে বিকৃত করে পোষ্ট করে।
বিষয়টি স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নজরে আসলে তারা ঘটনাটি উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন কে অবহিত করে।তিনি পোষ্টটা মুছে দেওয়ার জন্য ফোন করে শাকিল কে অনুরোধ করে।কিন্তু শাকিল প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক পোষ্ট না সরানোর কারনে আজ শনিবার সকালে যুবলীগ নেতা জামালের নেতৃত্বে শতাধীক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী তাকে তার নিজ বাড়ী থেকে ধরে এনে মড়েল থানাকে অবহিত করে।
খবর পেয়ে সোনাগাজী মড়েল থানার এসআই শরিফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন যুবলীগ নেতা জামাল উদ্দিন।
এদিকে শাকিলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা শাকিল যে ছাত্রদল রাজনীতির সাথে জড়িত তাহা স্বীকার করলেও অন্য কোন বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/স্বপ্না