শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • একরাম হত্যা মামলার আসামী জেহাদ চৌধুরী অস্ত্রসহ আটক

একরাম হত্যা মামলার আসামী জেহাদ চৌধুরী অস্ত্রসহ আটক

একরাম হত্যা মামলার আসামী জেহাদ চৌধুরী অস্ত্রসহ আটক

ফেনী, ১৬ এপ্রিল, এবিনিউজ : ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অন্যতম আসামী জাহিদ হোসেন চৌধুরী জেহাদ (৪২)কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।আজ রবিবার দুপুরে ফেনী পৌরসভার খাজুরিয়া রাস্তার মাথায় তার গাড়ী তল্লাশী করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ১টি বিদেশী রিভালবার ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করে ফেনী মডেল থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাশেদ খান চৌধুরী জেহাদ চৌধুরীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। জেহাদ চৌধুরীকে ফেনী মডেল থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। জেহাদ চৌধুরী চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী। সে বর্তমানে জামিনে রয়েছে। আজ ওই মামলার ৬ জনের সাক্ষ্য গ্রহনের কথা ছিল।আজ রবিবার সে ফেনীর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পুলিশের হাতে আটক হন। জেহাদ চৌধুরী ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মোজাম্মেল হক চৌধুরীর ছেলে।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত