শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সেনবাগে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার, শিবির সভাপতি সহ গ্রেফতার ৯

সেনবাগে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার, শিবির সভাপতি সহ গ্রেফতার ৯

সেনবাগে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার, শিবির সভাপতি সহ গ্রেফতার ৯

সেনবা(নোয়াখালী), ২৩ এপ্রিল, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগের বীজবাগ ইউপির ফকিরহাট বাজারে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শিবিরের দক্ষিন সভাপতি সহ ৯ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, শিবিরের দক্ষিন সভাপতি দেবীসিংহপুরের নুর মোহাম্মদের পুত্র তাজুল ইসলাম,বেগমগন্জের কোটরা মহব্বতপুরের আবুল কালামের পুত্র মাসুদ আলম,ডোমনাকান্দির আ: হাকিমের পুত্র আশিকুর রহমান, দ: সাহাপুরের বেলাল হোসের পুত্র জাহিদুল ইসলাম, ডোমনাকান্দির শাহাদাত হোসেনের পুত্র জাহিদুল ইসলাম সজিব, শায়েস্তানগরের বেলাল হোসেনের পুত্র মোয়াজ্জম হোসেন, দ: সাহাপুরের বেলাল হোসেনের পুত্র দাউদ ইসলাম, ইয়ারপুরের রহমত উল্যার পুত্র মো: ইসমাইল ও বিষ্ণপুরের রফিক উল্ল্যার পুত্র রিয়াজ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে সেনবাগ থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই সাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফকিরহাট শিবিরের অফিস থেকে বিপুল পরিমান জিহাদী বই সহ তাদের কে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ৯ শিবির নেতা কর্মী কে জিহাদী বই সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে নাশকতা পরিচালনা করতে তারা গোপন বৈঠক করছিলো।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত