শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • রাজবাড়ীতে রাধা-কৃষ্ণের মূর্তিসহ আটক ২

রাজবাড়ীতে রাধা-কৃষ্ণের মূর্তিসহ আটক ২

রাজবাড়ীতে রাধা-কৃষ্ণের মূর্তিসহ আটক ২

রাজবাড়ী, ২৪ এপ্রিল , এবিনিউজ : রাজবাড়ীতে পাথরের তৈরি রাধা-কৃষ্ণের জোড়া লাগানো একটি মূর্তিসহ যুবককে আটক করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে। আটককৃতরা হলো- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর গুদা এলাকার তালেব মোল্লার ছেলে ফরিদ মোল্লা (২৪) ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা বেড়াদিয়া এলাকার ফজলু শেখের ছেলে আলিয়ার শেখ (২০)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মিয়া জানান, রোববার সকাল ১০টার দিকে নিমতলা এলাকায় দুই যুবককে সন্দেজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে থানায় খবর দেন।

পরে এসআই রঞ্জন কুমার সহ পুলিশের একটি টিম তাদের কাছ থেকে পাথরের তৈরি রাধা-কৃষ্ণের জোড়া লাগানো একটি মূর্তি উদ্ধার করাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এসময় আটককৃতদের ব্যবহৃত একটি ভ্যান গাড়িও জব্দ করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত মূর্তির উচ্চতা ১০ইঞ্চি এবং ওজন ১ কেজি ৮০০গ্রাম। ধারণা করা হচ্ছে মূর্তিটি পাঁচার করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিলো। তবে এটি কোন জাতীয় পাথরের মূর্তি বা কতো টাকা মূল্যের তা এখনো জানা সম্ভব হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর তা জানা যাবে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত