বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • শিবনগরের জঙ্গি আস্তানায় পৌঁছেছে সোয়াট টিম

শিবনগরের জঙ্গি আস্তানায় পৌঁছেছে সোয়াট টিম

শিবনগরের জঙ্গি আস্তানায় পৌঁছেছে সোয়াট টিম

চাঁপাইনবাবগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহী চাতরা বাজারের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। ইতিমধ্যে সোয়াটের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দুটি হেলিকপ্টার যোগে তারা সেখানে যান। তবে সোয়াটের কতজন সদস্য রয়েছেন তা জানা যায়নি।

এর আগে, আভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এছাড়া শিবগঞ্জ ও নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সও সেখানে আনা হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। একটি আমবাগানের ভেতর বাড়িটির অবস্থান। ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে 'জঙ্গি আস্তানার' বাড়ির মালিকের নাম ঝিন্টু হাজি। তিনি সেখানে থাকেন না। পাশেই আরেকটি বাড়িতে পরিবার নিয়ে থাকেন। তবে তার এই বাড়িটি আবু বক্কর ওরফে আবু নামের একজন প্রায় দুই মাস আগে ভাড়া নেয়। স্ত্রীকে নিয়ে সে ওই বাড়িতে ওঠে।

গোমস্তাপুর সার্কেলের এএসপি মাইনুল ইসলাম জানান, বাড়িটিতে আবু নামে এক জঙ্গি ও তার স্ত্রী সন্তানসহ ৪ জন থাকতে পারে। ওই বাড়ির পাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ও সোয়াট সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা পৌঁছলে অভিযান চালানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে শিবগনগর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন। থেমে থেমে ওই বাসা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। জঙ্গীদের আত্মসমর্পণের জন্য মাইকে অহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত