![শিবনগরের জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/26/capai-swat-team_74644.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহী চাতরা বাজারের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াট টিম। এর আগে, আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দুটি হেলিকপ্টার যোগে তারা সেখানে যান। তবে এই অভিযানে সোয়াটের কতজন সদস্য রয়েছেন তা জানা যায়নি।
এর আগে, আভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এছাড়া শিবগঞ্জ ও নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সও সেখানে আনা হয়েছে।
উল্লেখ্য, আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। একটি আমবাগানের ভেতর বাড়িটির অবস্থান। ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
গোমস্তাপুর সার্কেলের এএসপি মাইনুল ইসলাম জানান, বাড়িটিতে আবু নামে এক জঙ্গি ও তার স্ত্রী সন্তানসহ ৪ জন থাকতে পারে। ওই বাড়ির পাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ও সোয়াট সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা পৌঁছলে অভিযান চালানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে শিবগনগর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন। থেমে থেমে ওই বাসা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। জঙ্গীদের আত্মসমর্পণের জন্য মাইকে অহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এবিএন/জনি/জসিম/জেডি