![চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/26/shibganj-raid_74662.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানা সকাল থেকে ঘিরে রাখার পর আজ বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে সোয়াট সদস্যদের চূড়ান্ত অভিযান- ‘অপারেশন ঈগল হান্ট’। অভিযানের পর সেখানে মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
এর আগে, আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দুটি হেলিকপ্টার যোগে তারা সেখানে যান। তবে এই অভিযানে সোয়াটের কতজন সদস্য রয়েছেন তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোয়াট অভিযানের আগে বাড়ির ভিতরে থাকা নারী ও শিশুদের বের করে আনার চেষ্টা চলে। এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় ওই বাড়িতে থাকা জঙ্গি রফিকুল ইসলাম আবুর মা ফুলসানা বেগম, চাচী চ্যামেলি বেগম ও অন্য স্বজনদের বাড়ির সামনে আনা হয়। তারা বাড়ির ভিতর থেকে বের হয়ে আসার আহ্বান জানালেও ভিতর থেকে কেউ সাড়া দেয় না।
এ সময় আবুর মাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেন না । তবে আবুর চাচী চ্যামেলি বেগম বলেন, ‘আমরা ওই বাড়িতে গিয়ে আবুকে বের হয়ে আসতে বলেছি। কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথা বলেনি।’
তিনি জানান, বাড়ির ভেতরে আবুসহ তার স্ত্রী সুমাইয়া বেগম, কন্যা নুরী (৭) ও আরেক কন্যা সাদিয়া রয়েছে।
পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর পুলিশ তাদেরকে আত্মসমর্পণের জন্য ১০ মিনিটের সময় বেঁধে দেয়। কিন্তু তাতেও কেউ সাড়া দেয়নি। এরপর অভিযান শুরু হয়। মুহুর্মুহু গুলির শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন জানান, অভিযান শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না।
এদিকে, জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, সোয়াটের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ঈগল হান্ট’।
উল্লেখ্য, আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। একটি আমবাগানের ভেতর বাড়িটির অবস্থান। ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে শিবগনগর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন। থেমে থেমে ওই বাসা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। জঙ্গীদের আত্মসমর্পণের জন্য মাইকে অহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় কয়েক ব্যক্তির ভাষ্য, আবু ত্রিমোহনী আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। স্থানীয় ৮-১০ জন ব্যক্তির সঙ্গে চলাফেরা করতেন তিনি। অন্যদের সঙ্গে তেমন মিশতেন না। তারা আলাদাভাবে নামাজ পড়তেন। তাঁর সঙ্গীদের মধ্যে মাহফুজুর রহমান ওরফে মোহন (২৮) ও আবদুস সালাম (৩৫) নামের দুজনকে গতকাল মঙ্গলবার রাতে শিবনগর এলাকা থেকে আটক করে পুলিশ। তবে তাঁদের আটক করার বিষয়ে পুলিশ কিছু বলেনি।
স্থানীয় লোকজনের ভাষ্য, সাইদুরের বাড়িতে ওঠার কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়িতে আসেন আবু। কিন্তু বাবার সঙ্গে ফের বিরোধ দেখা দেওয়ায় সাইদুরের বাড়িতে ওঠেন।
সাইদুরের ছেলে আনারুল বলেন, এলাকার ছেলে হিসেবে আবুকে বাড়িটি ভাড়া দেন তারা। আজ ভোররাতে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ।
এবিএন/জনি/জসিম/জেডি