মাদারীপুর, ০৬ মে, এবিনিউজ : মাদারীপুর জেলা বিএনপি’র যৌথকর্মী সভায় পুলিশ লাঠিচার্জে পন্ড হয়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপি’র সকল অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মীসভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী গত মঙ্গলবার জেলা পুলিশের কাছে বিএনপি’র পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে তা প্রত্যাহার হয়। সকালে কর্মীসভার জন্য দলীয় লোকজন চরমুগয়িরা এলাকায় একত্রে জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে তা পন্ড করে দেয়। এ সময় সে”ছাসেবক দল সভাপতি রাসেল খান, ছাত্রদল সহ-সভাপতি পারভেজ ও মুক্তিযোদ্ধা প্রজম্মদলের দলের কর্মী সহ ১৫জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ২০ জনকে আটক করেছে পুলিশ। কর্মিসভায় লাঠিচার্জের ঘটনা পরিকল্পিত বলে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।
বিএনপি’র কেন্দীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, অভিযোগ করে বলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সাহেবতো গনতন্ত্রের কথা বলেন তার কি উচিত ছিলোনা তার এলাকায় আমাদের বিএনপি’র শান্তিপূর্ন সমাবেশ করতে দেওয়া। তিনি পুলিশ দিয়ে তা বন্ধ করে দিলেন, এটা কেমন গনতন্ত্র জনগন জানতে চায়। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান খোকন সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থি উপস্থিত ছিলেন।
এব্যাপারে মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব জানান বিএনপি’র দুইগুরুপে রাস্তার মাজখানে জটলা পাকাচ্ছিলো জানান সাধারন জনগনের ভোগান্তির কথা চিন্তা করে তাদেরকে সরে যেতে বলা হলে উল্টো আমাদের আইন শৃংখলা বাহীনির উপর ইট প্যাটকেল মারলে পুলিশ লাঠিচার্জ করে পরিপরিস্থিতি শান্ত করা হয়েছে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ /মমিন/জসিম