![জকিগঞ্জে ৪শ বোতল ফেন্সিডিল ও মাদক সম্রাট জয়নালসহ ৩ জন আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/16/zokigonj-400-botol-fencidil_78074.jpg)
জকিগঞ্জ, ১৬ মে, এবিনিউজ : জকিগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিল ও মাদক সম্রাট জয়নাল আবেদীনসহ আরও দুই জনকে আটক করেছে জকিগঞ্জ পুলিশ। আর এ অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার। তিনি জানান, রোববার রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে লেগুনা ভর্তি ফেন্সিডিলসহ মাদক সম্রাট জয়নাল ও আরো ২জনকে আমরা আটক করেছি। আটককৃতরা হলো মানিকপুর ইউপির শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র জয়নাল আবেদীন (৪০), একই গ্রামের মৃত মইয়ব আলীর পুত্র ইসলাম উদ্দিন (৫৪) ও কানাইঘাট উপজেলার খাড়াবাল্লা গ্রামের আব্দুল জলিলের পুত্র গিয়াস উদ্দিন (২০)।
সোমবার সকালে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার। তিনি জানান, পুলিশ সদর দপ্তর কর্তৃক ঘোষিত বিশেষ অভিযান ১১মে থেকে ২৬মে পর্যন্ত মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, পলাতক আসামী গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত অভিযানের অংশ হিসেবে ১৪মে মাদকের বড় একটি চালানসহ ৩জনকে গ্রেফতার করা হয়। মাদকের ক্ষেত্রে কোনো আপোষ নেই উল্লেখ করে বলেন, যে বা যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অভিযানে একটি লেগুনায় ৪শ বোতল ফেনসিডিলসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় পলাতক রয়েছে ২জন। পলাতকরা হলো, সুলতানপুর গ্রামের কাদু মিয়ার পুত্র সফিক মিয়া (৩৫), সোনাসার (বারগাত্তা) গ্রামের ফারুক মিয়ার পুত্র রাজু (৩৬)। তিনি আরো বলেন, নীল রংয়ের ৪টি বস্তা তল্লাশি করে প্রতিটি বস্তায় ১শ টি করে মোট ৪শ টি ভারতীয় ফেনসিডিল জব্ধ করি। যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা।
এবিএন/আল মামুন/জসিম/নির্ঝর