বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • রাজধানীতে অজ্ঞান পার্টির ১১ সদস্য আটক

রাজধানীতে অজ্ঞান পার্টির ১১ সদস্য আটক

রাজধানীতে অজ্ঞান পার্টির ১১ সদস্য আটক

ঢাকা, ০৪ জুন, এবিনিউজ : রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ডিবি পশ্চিম বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- জাকির হোসেন, আলামিন, রুবেল হাওলাদার, হিরা, জাহাঙ্গীর আলম, আলমগীর, আনাজ, আমির হোসেন, হুমায়ুন, মঞ্জু ও মানিক পাটওয়ারী।

এ বিষয়য়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বাসে অথবা পথে কোনো ব্যক্তিকে টার্গেট করে এবং তার সঙ্গে সখ্যতা স্থাপন করে অজ্ঞান করে স্বর্বত্ব নিয়ে পালিয়ে যেত। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এবিএন/অপরাধ/ডেস্ক/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত