![চুয়াডাঙ্গায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/08/banduk-judda-rab_82119.jpg)
চুয়াডাঙ্গা, ০৮ জুন, এবিনিউজ : চুয়াডাঙ্গার আলমাডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। উপজেলার খাসকররা গ্রামে বুধবার রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত ওল্টু ওই এলাকার ঝড় মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে।
ঝিনাইদহ র্যাব কমান্ডার মেজর মনির আহমেদ বলেন, রাতে র্যাবের একটি টহল গাড়ি লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ওল্টুর মৃত্যু হয়।
পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, ৩টি ওয়ানশুটার গানের গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়।
ওল্টুর লাশ আলমডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ