শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • তুরাগে ৩ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

তুরাগে ৩ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

তুরাগে ৩ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

ঢাকা, ০৯ জুন, এবিনিউজ : রাজধানীর তুরাগ এলাকায় এক বাসা থেকে ৩ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রত ১টার দিকে কামারপাড়া থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। নিহতরা হলেন, রেহেনা পারভীন (৪০), তার বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৮) ও ছেলে সাদ (৮ মাস)।

তিনি বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কামারপাড়ায় যায়। সেখানের এক বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এটা হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

জানালেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব ই খোদা বলেন, নিহত রেহেনা পারভীনের স্বামী মোস্তফা কামাল জানিয়েছে। সন্ধ্যায় কাজের উদ্দেশে বের হয়ে রাত ১২টার পর বাসায় ফেরেন। এসময় তিনি দেখেন তার স্ত্রীর মরদেহ ঝুলছে। আর সন্তানরা বিছানায় পড়ে আছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি আরো বলেন, এক সঙ্গে একই পরিবারের ৪ জনের মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো যাবে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত