![মাগুরায় কিশোরের গলা কাটা লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/10/magura_abnews24_82497.jpg)
মাগুরা, ১০ জুন, এবিনিউজ : মাগুরার শ্রীপুর উপজেলায় এক কিশোরের অটো মেকানিককে গলা কেটে হত্যা করা হয়েছে। মধুপুর গ্রামে নিজ বাড়িতে আজ শনিবার সকালে সাধন বৈরাগীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সাধন ওই গ্রামের দশরথ বৈরাগীর ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সাধন বৈরাগী সদর উপজেলার গাংনালিয়া এলাকায় মামার বাড়িতে থেকে একটি অটো গ্যারেজে মেকানিকের কাজ করত। ৪ দিন আগে তিনি নাকোল ইউনিয়নের মধুপুর গ্রামে নিজ বাড়িতে আসে। শুক্রবার রাতে তিনি বাড়ির বাইরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে বাড়ির অদূরে একটি মাঠে নিয়ে গলা কেটে খুন করে ফেলে রেখে যায়।
তিনি বলেন, সকালে লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ