![মেহেরপুরে সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/12/bandukjuddo_82822.jpg)
মেহেরপুর, ১২ জুন, এবিনিউজ : মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলায় মোনাখালী গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত মজিবুল হক মজির বাড়ি উপজেলার যতারপুর গ্রামে।
জেলার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় বলে খবর আসে। পুলিশের ৩টি দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকার মানুষের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি কার্তুজের খোসা, ৪টি কার্তুজ ও ৩টি বোমাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ‘নিহত মজিবুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার নামে জেলার তিন থানায় ১২টি মামলা রয়েছে।’
লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ