![বরগুনার তালতলী থেকে পাইপগান উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/24/pic_85053.jpg)
বরগুনা, ২৪ জুন, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়ার কুডি দেওয়ানের আস্তনা থেকে গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে একটি কাটা পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই মাজারের খাদেম ও খলিফা মোঃ ছোমেদ হাওলাদার ওরফে কুডি দেওয়ানের ছেলে বাবুল(৩৫) কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামে মোঃ ছোমেদ হাওলাদার নিজ বাড়ীতে মাইজভান্ডারী তরিকার মাজার গড়ে তোলে। কুডি দেওয়ান নামে ওই মাজারের নামকরন করা হয়। প্রতি সপ্তাহে ভক্ত ও মুরিদদের নিয়ে খাদেম ওই মাজারে গানবাজনার আয়োজন করে। গত একমাস পূর্বে মাজারের ভিতরে খাদেমের বসার জায়গা মেম্বর (টুলবক্স) সংস্কারের কাজ শুরু করে।
গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মাজারে ইয়াবা রয়েছে বলে অভিযান চালায়। ওই সময় পুলিশ মেম্বরের উপরে ১০/১২ বছরের দুটি ছেলেকে ঘুমাতে দেখে। পুলিশ তল্লাশি চালিয়ে ওই মেম্বরের ভিতর থেকে একটি মাথা কাটা পাইপগান উদ্ধার করে। পরে ওই মাজারের খাদেম ও খলিফা মোঃ ছোমেদ হাওলাদার ওরফে কুডি দেওয়ানের ছেলে বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
তালতলী থানার এসআই আল আমিন বলেন, মাজারের ভিতরের মেম্বরের মধ্য থেকে একটি মাথা কাটা পাইপগান উদ্ধার করা হয়েছে। তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ওই মাজারে ইয়াবা রয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ রাতে তল্লাশি চালিয়ে মাজারের মেম্বরের মধ্য থেকে একটি মাথা কাটা পাইপগান উদ্ধার করেছে।
এ ঘটনায় মাজারের খাদেমের ছেলে বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এর আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এবিএন/তরিকুল/জসিম/এমসি