
হবিগঞ্জ, ২৪ জুন, এবিনিউজ : হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন পথেহপুর গ্রামের মো. ইউনুছ মিয়ার বাড়ি থেকে ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় হুইস্কি, ভদকা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। এসময় মাদক বিক্রির ৫৩ হাজার টাকাও জব্দ করা হয়।
শনিবার র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এক বিবৃতিতে বলা হয়, এসময় মাদক রাখা ও বেচাকেনার দায়ে ইউনুছ মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়।
উদ্ধার মাদক ও গ্রেফতার আসামিকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি