![খাগড়াছড়িতে চিকিৎসাধীন আসামির পলায়ন : ২ পুলিশ বরখাস্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/09/khagrachori_abnews24_87122.jpg)
খাগড়াছড়ি, ০৯ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন এক আসামি হাতকড়া কেটে পালিয়ে গেছে। আজ রাববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাইফুলের স্ত্রী সুমি আক্তারকে আটক এবং দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. হান্নান বলেন, গত বৃহস্পতিবার মাদক মামলার আসামি সাইফুলকে খাগড়াছড়ির মাটিরাঙা থেকেইয়ারাসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর সাইফুল অসুস্থ হয়ে পড়লে ওইদিনই তাকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। সাইফুলের স্ত্রী সুমি তাকে দেখাশুনা করার জন্য হাসপাতালে ছিলেন।
তারেক বলেন, ভোরের দিকে সাইফুল তার স্ত্রী সুমির সাহায্যে হাতকড়া কেটে ফেলেন। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে সুমিকে আটক করে পুলিশ। তবে সাইফুল পালিয়ে যান।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলীর অহমেদ খান জানান, এ ঘটনায় খাগড়াছড়ি সদর পুলিশ লাইনের নায়েক হাদেজ খবির ও কনস্টেবল মো. নজুরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের আপাতত পুলিশ লাইন্সে রাখা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ