শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চাঁপাইনবাবগঞ্জে ১৯ কেজি গানপাউডারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ১৯ কেজি গানপাউডারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ১৯ কেজি গানপাউডারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ, ১৩ জুলাই, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১৯ কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বুধবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় অভিযান চালিয়ে এসব গান পাউডার উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ মিঠুন নামের এক বিস্ফোরক ব্যবসায়ীকে আটক করা হয়। মিঠুন সদর উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এনামুল করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে শিবিরের হাট এলাকায় অভিযান চালিয়ে মিঠুনকে গান পাউডারসহ হাতেনাতে আটক করা হয়।’

একটি বস্তায় চারটি পলিথিন ব্যাগের মধ্যে এসব গান পাউডার ছিল। মিঠুন একজন বিস্ফোরক ব্যবসায়ী। তাকে অনেক দিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল।

এ ঘটনায় রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত