![মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/14/atok@abnews_88110.jpg)
মাগুরা, ১৪ জুলাই, এবিনিউজ: মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন কে গ্রেফতার করেছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এবিএন/মমিন/জসিম