![ফেনীতে ৩ মণ গাঁজা ও ৩০০ ফেনসিডিলসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/18/arrested-with-weeds-and-phe_88766.jpg)
ফেনী, ১৮ জুলাই, এবিনিউজ : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৩০০ বোতল ফেনসিডিল ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আবুল কালাম (৩০) ও ইসমাইল হোসেন (২৫)।
সোমবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামে একটি পিক-আপ ভ্যানে তল্লাশি করে মাদকগুলো উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম জিলানী জানান, থানা এলাকায় চেক পোস্ট ডিউটি চলাকালীন পৌরসভা এলাকার বাঁশপাড়া গ্রামে একটি পিক-আপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পিক-আপ ভ্যানে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি