![বিয়ানীবাজারে গুলিতে ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/18/78_88818.jpg)
সিলেট, ১৮ জুলাই, এবিনিউজ : সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে দুপক্ষের সংঘর্ষের পর ছাত্রলীগকর্মী লিটু হত্যার ঘটনায় মামলা হয়েছে।
লিটুর বাবা খলিল উদ্দিন সোমবার রাতে বিয়ানীবাজার থানায় মামলাটি করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এজহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক পাভেল মাহমুদের অনুসারীদের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লবের সমর্থকদের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ২৫ বছর বয়সী খালেদ আহমদ লিটুসহ পাভেলের পক্ষের কয়েকজন কলেজের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় কয়েকজন এসে তাদের দিকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিটু মারা যান। লিটু কসবা নয়াটিলা এলাকার খলিল উদ্দিনের ছেলে।
ঘটনার পর আগামী ২২ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া উপাধ্যক্ষকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ।
এবিএন/সাদিক/জসিম/এসএ