![মেহেরপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/22/meherpur_89619.jpg)
মেহেরপুর, ২২ জুলাই, এবিনিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার বামনদী বাজার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বামনদির আখসেন্টার এলাকার ওই বাড়িটি ঘিরে ফেলে।
জেলার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে বামনদি আখমাড়াই কেন্দ্রের পাশে মিশকাত হালিম নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে অভিযান শুরু করা হয়। হালিম ২২ বছর ধরে সৌদি আরবে থাকেন।
পুলিশ সুপার বলেন, বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ৪ জন বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে আছেন মালিক হালিমের স্ত্রী, এইচএসসি পরীক্ষা দেয়া ছেলে ও আরও দুই শিশু। পুলিশ তাদের নিরাপদ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশের এই বাড়িটি পুলিশ ঘিরে ফেলার পর আধা কিলোমিটারের মধ্যে কাউকে যেতে দেয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীসহ এলাকার লোকজন আধা কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে।
পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘বাড়িটিতে গোলাবারুদ ও জঙ্গিরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
এবিএন/সাদিক/জসিম/এসএ