![মেহেরপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান : ২ নারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/22/meherpur_89630.jpg)
মেহেরপুর, ২২ জুলাই, এবিনিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার বামনদি এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে ২ নারীকে আটক করেছে পুলিশ। তাদের দুজনেরই কোলে সন্তান ছিল।
আজ শনিবার সকাল থেকে বামনদির আখসেন্টার এলাকার ওই বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ। দুপুর ১২টায় অভিযান শেষ হয়।
আটক দুই নারীর নাম মাবিয়া খাতুন ও রোজিনা খাতুন। মাবিয়ার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। আর রোজিনার বাড়ি গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে।
মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বাড়ির ভেতরে আর কেউ নেই। দুই নারীর স্বামীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান আরও জানান, বাড়িটি এক প্রবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের ছেলেকে হেফাজতে নেয়া হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
এবিএন/সাদিক/জসিম/এসএ