শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হবে না: মুন্সীগঞ্জে খন্দকার মোশারফ হোসেন

এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হবে না: মুন্সীগঞ্জে খন্দকার মোশারফ হোসেন

এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হবে না: মুন্সীগঞ্জে খন্দকার মোশারফ হোসেন

মুন্সিগঞ্জ, ২২ জুলাই, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। বিএনপি সরকারের আমলে আমরাই একমাত্র সুষ্ঠ নির্বাচন পরিচালিত করেছি। শেখ হাসিনার সরকার জনগণের সরকার নয়, তাই তার অধীনে নির্বাচন গ্রহনযোগ্য হবেনা।

তিনি বলেন, জনগন যাকে খুশি তাকে নির্বাচিত করবে। কিন্তু এই সরকারের আমলে জনগণ তাদের পছন্দ মতো ভোট দিতে পারে না। তাই প্রমাণ করে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন করতে পারবে না। সহায়ক সরকার প্রতিষ্ঠা করে আমরা নির্বাচনে যাব।

মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় বেলা ১১টার দিকে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সারা দেশের মধ্যে প্রথম এই কার্যক্রমের সূচনা করা হয় এই জেলায়। ৬টি উপজেলার নেতা কর্মীদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপত্বিতে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, কেন্দ্রীয় বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, জেলা বিএনপির ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন এবং জেলার বিভিন্ন নেতা-কর্মীরা।

এবিএন/টিপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত