বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ওসমানী বিমানবন্দর থেকে ৩০ সোনার বার উদ্ধার

ওসমানী বিমানবন্দর থেকে ৩০ সোনার বার উদ্ধার

ওসমানী বিমানবন্দর থেকে ৩০ সোনার বার উদ্ধার

সিলেট, ২৩ জুলাই, এবিনিউজ : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইট থেকে এ সোনা উদ্ধার করা হয়।

সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশে বিমানের ফ্লাইট বিজি-০১২৮ সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে ৬টায় উড়োজাহাজটি ওসমানীতে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানে তল্লাশি চালিয়ে টেপ মোড়ানো ৩০টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধার সোনার বিস্কুটগুলোর মোট ওজন সাড়ে ৩ কেজি। দাম প্রায় পৌনে ২ কোটি টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি শুল্ক গোয়েন্দারা।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত