রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • বান্দরবানে স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

বান্দরবানে স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

বান্দরবানে স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

বান্দরবান, ২৭ জুলাই, এবিনিউজ : বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নের উজানি পাড়ায় এক স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় পাড়া প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই পাড়া কারবারি (পাড়া প্রধান) ক্যঅংপ্রু মারমা (৬২), বড় ছেলে হ্লাসিংমং মারমা (৪০), মেঝো ছেলে মংবাসিং মারমা (৩০) ও ছোট ছেলে মংক্যহ্লা মারমা (২৮)।

গতকাল বুধবার সন্ধ্যায় রুমা উপজেলার সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দুরে ১নং পাইন্দু ইউনিয়নে ৮নং ওর্য়াডে দুর্গম পাহাড়ের উজানি পাড়া থেকে দুই কিলোমিটার দুরত্বে একটি এলাকায় ওই শিক্ষককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

নিহত শিক্ষক হলেন- উজানি পাড়া ইউএনডিপি পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নুশৈমং মারমা (৩৫)। তিনি উজানি পাড়ার পথোয়াইঅং মারমা ছেলে।

নিহত নুশৈমং মারমা বাবা পথোয়াই অং মারমা বলেন, আমার ছোট ভায়ের ছেলে হ্লাসিংমং মারমার সাথে দীর্ঘ বছর ধরে (পাড়া প্রধান) কারবারি, জায়গা-জমি বিষয় নিয়ে পারিবারিক ভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। এ কারণে হয়ত আমার ছেলে নুশৈমং মারমাকে কারবারিসহ তার ছেলেরা গুলি করে হত্যা করেছে।

এবিষয়ে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, ভাইয়ে ভাইয়ে মধ্যে পারিবারিক সমস্যার জের ধরে ওই পাড়া ক্যঅংপ্রু কারবারি ছেলেরা নুশৈমং মারমাকে হয়তো হত্যা করছে।

এঘটনায় রুমা থানা ভারপ্রান্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটানায় আমার চারজনকে গ্রেপ্তার করেছি। দুর্গম এলাকা হওয়ার কারণে গতকাল ঘটনা স্থলে যেতে পারিনি। তবে দুপুরে ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থলে পুলিশ গিয়ে কারবারি বাসায় তল্লাশি চালিয়ে স্থানীয়দের তৈরি দুইটি গাদা বন্দুক ও রক্তেমাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত