শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা, ০১ আগস্ট, এবিনিউজ : পাবনা শহরের বেলতলা সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। সোমবার রাত ১০টার দিকে বেলতলা মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় (২৪) বেলতলা রোড এলাকার জিয়াউল রিন্টুর ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘কয়েকজন যুবক এসে দুই বন্ধু তন্ময় ও রানাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

রানা শহরের রাধানগর মহল্লার আবদুল মজিদের ছেলে। তিনি পাবনা হাসপাতালে চিকিৎসাধীন।

কারা, কেন এই হামলা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি রাজ্জাক।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত