বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

খালেদা জিয়ার উপদেষ্টা মুন্নু আর নেই

খালেদা জিয়ার উপদেষ্টা মুন্নু আর নেই

মানিকগঞ্জ, ০১ আগস্ট, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, প্রাক্তন সংসদ সদস্য ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুন-অর-রশীদ খান মুন্নু আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের গিলন্ড গ্রামের মুন্নু সিটির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আবদুল আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে আফরোজা খান রিতা জেলা বিএনপির সভাপতি ও ছোট মেয়ে পারভীন আক্তার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী।

মুন্নুর মৃত্যুতে মানিকগঞ্জ বিএনপিতে শোকের ছায়া নেমেছে।

প্রসঙ্গত, হারুন-অর-রশীদ খান মুন্নু বিএনপি সরকারের আমলে দপ্তরবিহীনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মানিকগঞ্জ থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত