শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

হবিগঞ্জ, ০৩ আগস্ট, এবিনিউজ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলোচিত ডাকাত সর্দার সাইফুল ইসলাম ঝিলিকী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

মভঁ বৃহস্পতিবার ভোরে উপজেলার বানিয়াচং-শিবপাশা রোডের আঞ্জন এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগাপাশা ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ইছমত মিয়ার নির্জন বাড়ি থেকে কুখ্যাত ডাকাত সাইফুল ইসলাম ঝিলকী (৩২) ও তার সহযোগী যাত্রাপাশা গ্রামের আ. কুদ্দুছের ছেলে মন্তাজ মিয়াকে আটক করে।

পরবর্তীতে সাইফুল ইসলাম ঝিলকীর দেওয়া তথ্যমতে তাকেসহ বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ রাতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সহযোগী ডাকাতদের গ্রেফতার করার জন্য বানিয়াচং শিবপাশা রোডের আঞ্জন এলাকায় অভিযানে যায়। এ সময় আঞ্জনদিঘীর পাড় সংলগ্ন ব্রিজের ওপর পৌঁছামাত্র রাস্তার দুই পাশ থেকে ঝিলকীর সহযোগী সশস্ত্র ডাকাত দল রাস্তা ব্যারিকেড দেয় এবং ঝিলকীকে ছিনিয়ে নিতে এলোপাথাড়ি গুলি করে। পুলিশও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে।

এক পর্যায়ে সহযোগী ডাকাতদের গুলিতে ঝিলকী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত ঝিলকীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাত সাইফুল ইসলাম ঝিলকীর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৪টি ডাকাতি মামলা, ১টি চুরির মামলা ও ৪টি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৮টি গ্রেফতারি পরোয়ানা বানিয়াচং থানায় মুলতবি রয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, সাইফুল ইসলাম ঝিলকি এলাকার ত্রাস ছিল। এর আগেও তাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে তার বন্দুকযুদ্ধ হয়। তবে বুধবার বিকেলে তাকে কৌশলে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে ১টি পাইপ গান, ৩ রাউন্ড কার্তুজ, ৮টি গুলির খোসা, ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত