
গোপালগঞ্জ, ০৬ আগস্ট, এবিনিউজ : গোপালগঞ্জ সদর উপজেলায় ৪০২ বোতল ফেনসিডিলসহ এক নারীসহ দু'জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার শোনাকুড় এলাকা থেকে (মৎস্য অফিসের বিপরীতে) তাদের আটক করা হয়।
আটক দু'জন হলেন- শোনাকুড় গ্রামের কেরাম আলীর ছেলে মিলন সিকদার (৪৫) ও তার শ্যালিকা যশোরের কোতোয়ালী থানার শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রূপা বেগম (৩৫)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর শোনাকুড় গ্রামের মিলন সিকদারের বাড়িতে শনিবার বিকেলে অভিযান চালায় পুলিশ। ওই সময় ঘরে তল্লাশি চালিয়ে ৪০২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটক করা হয় মিলন ও রূপাকে।
এ ঘটনায় আটক মিলন ও রূপার বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি